সারাদেশ

জমিজমার বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: রামপালে প্রতিপক্ষের হামলায় আহত ৮ জন হাসপাতালে ভর্তি

বাগেরহাট প্রতিনিধি
রামপাল উপজেলায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের হামলায় অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার শীবনগর কানার খাল সংলগ্ন এলাকায়। অভিযোগ রয়েছে, শীবনগর গ্রামের মৃত সাহেব আলী শেখের ছেলে মোঃ শহিদ শেখ (৫৮) ও তার পরিবারের সদস্যদের ওপর প্রতিপক্ষ আসাদ শেখের নেতৃত্বে অন্তত ৩০-৩৫ জন সশস্ত্র ব্যক্তি পরিকল্পিতভাবে এ হামলা চালায়।
বাদীর অভিযোগে জানা যায়, প্রতিপক্ষ বিবাদীরা দেশীয় অস্ত্র (দা, রড, হাতুড়ি ও লাঠিসোটা) নিয়ে তার বড় ভাই আশ্বাব শেখের মৎস্যঘের থেকে মাছ লুট করার চেষ্টা করে। এতে বাধা দিলে বিবাদীরা অকথ্য ভাষায় গালাগালসহ হামলা চালায়।
হামলায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন—
শহিদ শেখের বড় ছেলে মাসুদ শেখ (২৯): মাথায় দা’এর কোপে রক্তাক্ত জখম
মেঝ ছেলে সজিব শেখ (১৫): হাত ও শরীরে কোপ ও পিটুনিতে আহত
ভাইপো জিহাদ শেখ (৩২): মাথায় দা’এর কোপে রক্তাক্ত জখম
স্ত্রী সাবিকুন নাহার (৪০): মাথা ও শরীরে দা’এর কোপ ও রডের আঘাতে গুরুতর জখম, অজ্ঞান
ভাবি খোদেজা বেগম (৪৮): শরীরের বিভিন্ন স্থানে রডের আঘাতে নীলাফোলা
ছোট ভাই জাহিদ শেখ (৪০) ও সেজ ভাই ওহিদ শেখ (৪৩): শরীরের বিভিন্ন স্থানে রড ও লাঠির আঘাতে আহত
ভাইপো মুরাদ শেখ (২৯): লোহার হাতুড়ির আঘাতে আহত
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হামলার সময় বিবাদীরা প্রকাশ্যে হত্যার হুমকি দেয় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী শহিদ শেখ লিখিত অভিযোগ দাখিল করেছেন অস্থায়ী সেনা ক্যাম্প ও রামপাল থানায়। তিনি জানান, হামলাকারীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় মামলা করলে প্রাণনাশের হুমকি দিয়েছে।
স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে অভিযোগ পেয়েছি সত্যতা যাচাই করে প্রয়োজনের ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,