সারাদেশ

পাইকগাছার কাঠিপাড়া খাল উম্মুক্তকরণের দাবিতে মানববন্ধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় কপোতাক্ষ নদের শাখা কাঠিপাড়া দক্ষিণ চর খাল উম্মুক্ত করার দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) সকালে কাঠিপাড়া বাজারে মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা এম সামাদ। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. মো. আব্দুল মজিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ সুমন এবং উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা।

এছাড়া বক্তব্য রাখেন রাড়ুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজির আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আ. মজিদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, ইউপি সদস্য ছহিল উদ্দিন, মোঃ মফিজুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন যুবনেতা আসাদুজ্জামান কেরামত, বিএনপি নেতা পীর আলী গাজী, আনছার মোড়ল, ইব্রাহিম গাজী, শুকুর আলী গাজী, আজিজ মোড়ল, হারুনুর রশিদ, আ. রহমান এমএ, আজিজুল গাজী, রেজাউল, রুহুল কুদ্দুস, সালাউদ্দিন সাদ্দাম, জামির গোলদার, কুদ্দুস, মোহাম্মদ, আবুল, খায়রুলসহ স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, কপোতাক্ষ নদের শাখা কাঠিপাড়া খাল উম্মুক্ত না হওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে এবং এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ কারণে চাষাবাদ ব্যাহত সহ জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অবিলম্বে খাল উম্মুক্ত করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,