আদমদীঘিতে একটি ছাগীর পাঁচটি বাচ্চা প্রসব

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির ছাতিয়ান গ্রাম ইউনিয়নের ইন্দোইল চক-সাবাজ গ্রামের মেহদী হাসানের ছাগলের ফার্মে এক ছাগী পাঁচটি বাচ্চা প্রসব করেছে।
ছাগীর একসাথে দুইটি বা তিনটি বাচ্চা প্রসব হওয়ার ঘটনা সচরাচর দেখা যায় কিন্তু এক সাথে একটি ছাগীর পেট থেকে পাঁচটি বাচ্চা প্রসব হওয়ার ঘটনা তেমন একটা ঘটে না। এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইন্দোইল চক-সাবাজ গ্রামের মেহেদী হাসানের ছাগলের ফার্মে। যা এলাকায় রীতিমতো সাড়া ফেলেছে। এই খবরে প্রতিদিন অনেকেই ওই খামারে বাচ্চাগুলো দেখতে ভিড় জমাচ্ছে।
খামারী মেহেদী হাসান বলেন, ১০ আগস্ট রবিবার বিকেলে তার ফার্মে দেশী ক্রস জাতের একটি ছাগী একসাথে পাঁচটি বাচ্চা প্রসব করে এবং আল্লাহ রহমতে সবগুলো এখনো সুস্থ্য আছে। ছাগীর পাঁচটি বাচ্চা প্রসবের কথা শুনে গত কয়েক দিন ধরে তার খামারে ভীড় করছেন স্থানীয়রা। তিনি নিজেই ছাগী এবং বাচ্চা গুলোর পরিচর্যা করেছেন। মায়ের দুধের ঘাটতি দেখা দেওয়ায় বাচ্চাগুলোকে ফার্মের অন্য ছাগীর দুধ দোহন করে ফিডারের মাধ্যমে খাওয়াতে হচ্ছে বলেও তিনি জানান।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার আমিরুল ইসলাম বলেন, ছাগীর পাঁচটি বাচ্চা প্রসবের খবরটি শুনেছি। ছাগীর বাচ্চাগুলোর সুস্থ্যতার জন্য সঠিক পরিচর্যা বিষয়ক পরামর্শ আমরা খামারী মেহেদী হাসানকে দিয়ে যাচ্ছি।