অবৈধ পথে ভারত যাওয়ার সময় স্বামী-স্ত্রীসহ আটক ৩

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় স্বামী-স্ত্রীসহ তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৯ আগষ্ট মঙ্গলবার রাতে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) একটি দল তাদের ভিতরগড় সীমান্ত থেকে আটক করে।
আটকরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার আচ্চানিমবাড়ী গ্রামের মৃত উপেনের ছেলে শ্রী রাম (৩৫), তার স্ত্রী শ্রী চন্দনা রাণী (৩৩) এবং দিনাজপুর জেলার কাহারোল উপজেলার চান্দুরী গ্রামের মনাব্বরের ছেলে শামীম (৩২)।
রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভিতরগড় বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৪৪/৪-আর থেকে প্রায় ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পোকলাভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় তিনজনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটকরা জানান, ভারতের অভ্যন্তরে প্রবেশের জন্য একাধিক দালাল চক্রের মাধ্যমে ৪৯ হাজার টাকা চুক্তি করেছিলেন। তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ৭৬০ টাকা, দুটি বাটন মোবাইল ফোন ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।
৫৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।