সারাদেশ

খণ্ডকালীন শিক্ষকদের বেতন প্রদানে অবহেলা; ইসলামী ছাত্র আন্দোলন গোবিপ্রবি শাখার তীব্র নিন্দা প্রকাশ 

গোবিপ্রবি প্রতিনিধি:-
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী খণ্ডকালীন ও গেস্ট শিক্ষকবৃন্দ নিয়মিতভাবে তাদের প্রাপ্য বেতন পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে তিন থেকে চার মাস ধরে বেতন প্রদানে বিলম্ব হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি ডিপার্টমেন্টেই শিক্ষক সংকট বিদ্যমান। একজন স্থায়ী শিক্ষককে একাধিক ব্যাচে (৫-৬টি পর্যন্ত) কোর্স পরিচালনা করতে হচ্ছে। পাশাপাশি, অনেক শিক্ষক শিক্ষা ছুটিতে থাকায় এই সংকট আরও গভীর আকার ধারণ করেছে।
উদাহরণস্বরূপ, কিছু ডিপার্টমেন্টে ৮টি ব্যাচে ক্লাস পরিচালনা করা হচ্ছে, অথচ স্থায়ী শিক্ষক মাত্র ৩ জন। এ ধরনের পরিস্থিতিতে খণ্ডকালীন শিক্ষকদের অবদান ছাড়া পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়া একেবারেই অসম্ভব। যেহেতু ইউজিসি অনুমোদিত নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সময় সাপেক্ষ ব্যাপার, তাই অস্থায়ীভাবে খণ্ডকালীন/গেস্ট শিক্ষকদের নিয়োগ এবং তাদের প্রাপ্য সম্মানী প্রদান অপরিহার্য।
এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হচ্ছে—খণ্ডকালীন/গেস্ট শিক্ষকদের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করার জন্য।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সচল রাখা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষার্থীদের স্বার্থে অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান পেশ করছি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,