পরিবেশ বিষয়ক শিক্ষা প্রচারে অবদানের জন্য সম্মাননা পেলেন সাংবাদিক রনজিৎ বর্মন

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ
ঢাকা নিউজ অনলাইন পত্রিকার সাতক্ষীরার শ্যামনগর প্রতিনিধি রনজিৎ বর্মন পরিবেশ বিষয়ক শিক্ষা প্রচারে অবদানের জন্য সম্মাননা পেল। ন্যাশনাল গ্রীন কোয়ালিশন ও বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ, ঢাকার পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
গত সোমবার(১৮ আগষ্ট ) রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করেন আয়োজক কমিটি।
রনজিৎ বর্মন দীর্ঘ দুই যুগের অধিককাল সময়ে গণমাধ্যমে পরিবেশ বিষয়ক সহ অন্যান্য বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছেন। ইতিপূর্বে তিনি পরিবেশ অধিদপ্তর খুলনা থেকে বিভাগীয় পরিবেশ পদক, পরিবেশ বন্ধু পদক,সুন্দরবন একাডেমি কর্তৃক সুন্দরবন সাংবাদিকতা পুরস্কার সহ অন্যান্য পুরস্কার পেয়েছেন। তার এই সম্মাননা গ্রহণে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা রণী খাতুন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিকবৃন্দ, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদ্দার, শ্যামনগর উপজেলা দুর্নীত প্রতিরোধ কমিটির সভাপতি কৃষ্ণানন্দ মুখাজী, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রমুখ।