বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন আজ

আলফাজ মামুন নুরী
কক্সবাজার প্রতিনিধি
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সমবায় প্রতিষ্ঠান বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি লিমিটেডের আসন্ন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের আজ শেষ দিন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ কার্যক্রম চলবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, গতকাল বুধবার থেকে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেন। প্রথম দিন থেকেই সম্ভাব্য প্রার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। আজ শেষ দিন হওয়ায় আরও বেশি ভিড় জমবে বলে ধারণা করা হচ্ছে।
সমিতির সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ শেষে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে পারবেন। এরপর যাচাই-বাছাই, আপত্তি ও প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী লড়াই শুরু হবে।
এদিকে ভোটার ও স্থানীয়রা আশা করছেন, গণতান্ত্রিক পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।