সারাদেশ

পলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

 পলাশবাড়ী (গাইবান্ধা) :
সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী‌তে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বু‌দ্ধিজীবী‌ দিবস পা‌লিত হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার সকালে পলাশবাড়ী পৌর শহরের সিএমবি সংগ্লন্ন বদ্ধভূমিতে পুস্পমাল্য অর্পন,আলোচনা সভা ও শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এ দিবসটি উপলক্ষে বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন পলাশবাড়ী উপজেলা পরিষদ প্রশাসক ও নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান, পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার,পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্ট,বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা কমল চন্দ্র, বীরমুক্তিযোদ্ধা ওয়াদুদ সরকার, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশফেকুর রহমান রিপন। এছাড়াও পলাশবাড়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ, সরকারি কলেজ এর বিএনসিসির টিম, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এবং পৃথক পৃথক ভাবে শ্রদ্ধা নিবেদন করেন। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং