সারাদেশ

রোহিঙ্গা আগমনের আট বছর আজ: প্রত্যাবাসনে অনিশ্চয়তা, সীমান্তে বাড়ছে চাপ

আলফাজ মামুন নুরী

কক্সবাজার প্রতিনিধি

আজ ২৫ আগস্ট রোহিঙ্গা আগমনের আট বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা নির্যাতন ও গনহত্যার শিকার হয়ে প্রাণ বাঁচাতে লাখো রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেয়। সে সময় জাতিসংঘ একে “জাতিগত নিধনের ক্লাসিক উদাহরণ” হিসেবে উল্লেখ করেছিল।

বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টার পরও এই দীর্ঘ আট বছরে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অনিশ্চিত রয়ে গেছে। বরং নতুন করে আরও লক্ষাধিক রোহিঙ্গা বিভিন্ন সময়ে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ বিভিন্ন ক্যাম্পে প্রায় ১২ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে।

স্থানীয় উখিয়া ও টেকনাফবাসীর দাবি—অবিলম্বে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। তাদের অভিযোগ, বিপুলসংখ্যক রোহিঙ্গা আশ্রিত থাকার কারণে জনসংখ্যার ভারসাম্য নষ্ট হচ্ছে, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর পড়ছে মারাত্মক প্রভাব, পাশাপাশি বেড়ে যাচ্ছে অপরাধ ও মাদকের বিস্তার।

আজকে ‘রোহিঙ্গা গণহত্যা দিবস’ হিসেবে স্মরণ করছে বিভিন্ন মানবাধিকার ও আন্তর্জাতিক সংগঠন। তবে স্থানীয়দের প্রত্যাশা—আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার মাধ্যমে রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনই হবে এই সমস্যার একমাত্র স্থায়ী সমাধান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,