বদরখালী সমবায় নির্বাচনে ভোটের ব্যস্ততা, কোটি টাকার সম্পদ লুটে নিচ্ছে দখলবাজরা

আলফাজ মামুন নুরী
কক্সবাজার প্রতিনিধি
দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ সমবায় প্রতিষ্ঠান বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির আসন্ন নির্বাচনে প্রার্থীরা ভোট নিয়ে চরম ব্যস্ত সময় পার করছেন। অথচ এ সুযোগে একদল দখলবাজ চক্র সমিতির কোটি কোটি টাকার সম্পদ লুটে নেওয়ার পাঁয়তারা চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াপদা রোডের মিতালী স্টোরের পেছনে ওয়াপদা হাই মৎস্য প্রকল্প এলাকায় সমিতির মূল্যবান জমি অবৈধভাবে দখল করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে দখলবাজরা স্থাপনা নির্মাণ শুরু করেছে। নির্বাচনের ব্যস্ততার সুযোগে এসব অবৈধ কার্যক্রম প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
এ প্রসঙ্গে সমিতির সচেতন সদস্যরা জানান, নির্বাচন নিয়ে প্রার্থীরা যখন ব্যস্ত সময় পার করছেন, তখনই সমিতির প্রকৃত সম্পদ রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহল সুযোগ বুঝে সমিতির জমি দখলের চেষ্টা চালালেও বর্তমানে তা ভয়াবহ আকার ধারণ করেছে।
সচেতন মহলের দাবি
- সমিতির কোটি টাকার সম্পদ দখল থেকে রক্ষা করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ
- নির্বাচনী ব্যস্ততার সুযোগে চলমান অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করা
- সমিতির সম্পদ সুরক্ষায় নিয়মিত মনিটরিং ও আইনি ব্যবস্থা নেওয়া
স্থানীয়দের মতে, সমিতির এই মূল্যবান সম্পদ দখল হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে পুরো বদরখালী এবং এর হাজারো শেয়ারধারী সদস্য। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।