জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত চিংড়ি চাষী রিপনকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

এম জালাল উদ্দীন:পাইকগাছা
দেশের চিংড়ি উৎপাদনে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জাতীয় স্বর্ণপদক অর্জনকারী খুলনার পাইকগাছার চিংড়ি চাষী গোলাম কিবরিয়া রিপনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন-এর কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মাহেরা নাজনীন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল বাশার, প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ঈমান উদ্দিন, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, মোঃ জামিলুর রহমান রানা, ফয়সাল রাশেদ সনি,শামীম মোর্শেদ, লোটাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত চিংড়ি চাষী গোলাম কিবরিয়া রিপনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা তার এ অর্জনকে পাইকগাছার জন্য গৌরবময় বলে অভিহিত করেন এবং স্থানীয় তরুণ উদ্যোক্তাদের জন্য প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস গোলাম কিবরিয়া রিপনের হাতে জাতীয় স্বর্ণপদক তুলে দেন।