সারাদেশ

স্বর্ণপদকপ্রাপ্ত চিংড়ি চাষী রিপনকে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা

এম জালাল উদ্দীন:

জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত সফল চিংড়ি চাষী ও রয়্যাল ফিস কালচারাল এবং রয়্যাল ফিস ট্রেডিং এর স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে পাইকগাছা পৌরসভার ৭নং ওয়ার্ডে অবস্থিত রয়্যাল ফিস কার্যালয়ে সাদমান মোর্শেদ ও আসিফুর রহমান পরিবারের শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তারা জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জনের জন্য গোলাম কিবরিয়া রিপনকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর আগামীর সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক আহমেদ আলী বাঁচা, লোটাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস গোলাম কিবরিয়া রিপনের হাতে জাতীয় স্বর্ণপদক তুলে দেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,