সারাদেশ

জয়পুরহাটে ধর্ষণের চেষ্টার সময় যুবকের লিঙ্গ কর্তন

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে ধর্ষণের চেষ্টার সময় এক যুবকের লিঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে কালাই উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ থানায় মামলা দায়ের করেছেন। আর ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত মেজবাউল ইসলাম পূর্বপাড়া গ্রামের আলতাফ আলী ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মেজবাউল এক গৃহবধুকে দীর্ঘদিন থেকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে গৃহবধুকে বাড়িতে একা পেয়ে তিনি জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় নিজেকে বাঁচাতে ওই গৃহবধু ব্লেড দিয়ে মেজবাউলের পুরুষাঙ্গ কর্তন করেন। তখন ঘটনাস্থল থেকে মেজবাউল পালিয়ে যায়। পরে ওই নারী রাতে কালাই থানায় মামলা দায়ের করেন। অন্যদিকে, আহত মেজবাউল ইসলামকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি চিকিৎসা করাচ্ছেন তার পরিবার।
এ ব্যাপারে কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বলেন, এই ঘটনায় ওই গৃহবধূ মামলা করেছে। আর মেজবাউলের পিতা বাদী হয়ে মামলা দিয়েছেন সেই মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,