সারাদেশ

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে জয়পুরহাট চিনিকলে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
বন্ধ ইনক্রিমেন্ট চালু, বকেয়া বেতন, ইক্ষু উন্নয়ন সহকারীদের (সিডিএ) ইনক্রিমেন্ট ও মহার্ঘ ভাতাসহ
বিভিন্ন দাবি এবং জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। এসব নিরসনে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা। একই সাথে প্রশাসনিক কর্মকর্তাদের অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ ব্যবস্থাপনা পরিচালকের।
শনিবার (৩০ আগস্ট) সকাল ৯ টার দিকে চিনিকলের প্রশাসনিক ভাবনের সামনে বিক্ষোভ করা হয়। পরে একটি মিছিল প্রশাসনিক চত্বর হয়ে মিল এলাকা প্রদক্ষিণ করে মিলের মূল ফটকের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শ্রমিক-কর্মচারীরা।
বিক্ষোভকারী শ্রমিক-কর্মচারীরা জানান, চিনিকলের স্থায়ী শ্রমিক কর্মচারীদের চলতি বছরের জুলাই মাসের বেতন দেওয়া হয়নি। এই আগস্ট মাসের বেতনও দেওয়া হবে কি-না নিশ্চয়তা নেই। দেশের আটটি চিনিকলে সিডিএ ইনক্রিমেন্ট দেওয়া হলেও জয়পুরহাট চিনিকলের কর্মচারীদের ইনক্রিমেন্ট দেওয়া হয়নি। এছাড়া শ্রমিকদের মহার্ঘ ভাতা দেওয়ার তালিকায় রাখা হয়নি। এসব দাবিতে শ্রমিক কর্মচারীরা সকালে বিক্ষোভ মিছিল করেন। কর্মকর্তারা যেন অফিস করতে না পারে সেজন্য অফিসের তালা খুলতে দেওয়া হয়নি। প্রশাসনিক কর্মকর্তারা অতিথি ভবন থেকে বের হতে পারেননি।
এ সময় তারা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যার প্রতি আক্ষেপ প্রকাশ করে তার নানা সেচ্ছাচারীতা ও নিজেকে চিনি কলের মালিক দাবি করে শ্রমিকদের সাথে অসদাচরণ করার অভিযোগ তুলে ধরেন।
বিক্ষোভে জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ হোসেন, জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রচার সম্পাদক আনিছুর রহমান, জয়পুরহাট চিনিকলের সিডিএ খায়রুল ইসলাম, কারখানা বিভাগের মেকানিক মোজাম্মেল হক প্রমুখ।
এসময় জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার বলেন, বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে সকল মিলের সিডিএ ইনক্রিমেন্ট জুলাইয়ে বন্ধ করা হয়েছে। পরবর্তীতে আটটি মিলের সিডিএ ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দেওয়া হয়নি। সিডিএ ইনক্রিমেন্ট না দিলে কর্মচারীরা কাজে যাবে না। পাশাপাশি মজুরি কমিশনের মহার্ঘ ভাতায় শ্রমিকদের রাখা হয়নি। আমরা শ্রমিকদের মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানাই।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের শ্রমিক কর্মচারী ফেডারেশন ও জয়পুরহাট চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জায়েদ হোসেন বলেন, আমাদের যে দাবি তুলে ধরা হয়েছে, তা ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে নিরসন করতে হবে। এই সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আমরা বৃহৎ আন্দোলন ঘোষণা করবো।
জানতে চাইলে এসব অভিযোগ অস্বীকার করে  জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, শ্রমিক-কর্মচারীদের দাবি নিয়ে যে বিক্ষোভ হয়েছে তা পূর্ব থেকে আমাকে জানানো হয়নি। তারা লিখিত বা মৌখিকভাবে আমাকে অবহিত করেনি। অফিসের কোন কর্মকর্তারা অফিসে কেউ ঢুকতে পারেনি। কারণ পিয়নের কাছ থেকে চাবিগুলো তারা নিয়েছে। বিষয়টি এসপি ও ডিসিকে জানিয়েছি। সমন্বয় করে মিলের উন্নয়নে কাজ করা যেতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,