সিরাজগঞ্জে সাবেক এমপি জান্নাতআরা হেনরিসহ ৯ আসামি আদালতে হাজির, পুনরায় কারাগারে প্রেরণ

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.
আজ রবিবার (৩১ আগস্ট) বেলা ৩টায় সিরাজগঞ্জ জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিআর ৫২৯/২৪ মামলার আসামি সাবেক সংসদ সদস্য জান্নাতআরা হেনরি, শামীম তালুকদার লাবু, সাবেক পিপি আব্দুর রহমান, রেজাউল করিম রাখাল, আবু মুসা, সেলিম, মোতালেব ও মোস্তফাসহ মোট ৯ জনকে জেলা কারাগার থেকে হাজির করা হয়।
আদালত শুনানি শেষে সকল আসামিকে সি ডাব্লু মূলে পুনরায় জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
অন্যদিকে সদর জিআর ২৯৮/২৫ মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি সাবেক পিপি মোঃ আব্দুর রহমানকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। বিজ্ঞ আদালত আবেদন মঞ্জুর করে তাকে ঐ মামলাতেও গ্রেপ্তার দেখানোর আদেশ প্রদান করেন।