সারাদেশ

ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার্স
ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে সোমবার এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হাজারো নেতাকর্মীর ঢল নামে। তারা রঙিন ব্যানার, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শহরের উজির আলী স্কুল মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে পায়রা চত্বর প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালির নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
পরে স্বাধীনতা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষা ও বিদেশি আধিপত্যবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ। তারা উল্লেখ করেন, নির্বাচনকে ঘিরে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীরা সজাগ থাকবে।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এস এম মশিয়ূর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, “দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনো ষড়যন্ত্র বা বিদেশি হস্তক্ষেপ বিএনপি মেনে নেবে না। বাংলাদেশকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখার যে কোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।”

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,