পঞ্চগড় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালী

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর বিকেলে বিএনপির জেলা কার্যালয় থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। পরে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে পঞ্চগড় জেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন রনিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রিনা পারভীন, পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম, জেলা জজ আদালতের পিপি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আদম সুফি, যুগ্ম আহবায়ক এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, বোদা পৌর বিএনপির সভাপতি দিলরেজা আফরোজ চিন্নয়, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম।