রায়পুরে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত জয়কুরি আটক, আদালতে সোপর্দ

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে আলোচিত ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত জয়কুরিকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ঝুমুর মোড় এলাকা থেকে তাকে আটক করে রায়পুর থানার পুলিশ।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া এর নেতৃত্বে অভিযান চালিয়ে জয়কুরিকে আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযুক্তের আটকের খবর পেয়ে ভুক্তভোগী পরিবার স্বস্তি প্রকাশ করেছে। ভুক্তভোগীর ফুফু সাংবাদিকদের বলেন, “আমার মেয়ের জীবনে যে অন্ধকার নেমে এসেছে তার বিচার চাই। আমরা চাই আদালতের মাধ্যমে দোষীর সর্বোচ্চ শাস্তি হোক।”
এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করায় ন্যায়বিচারের পথ সুগম হলো। তবে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সমাজে এ ধরনের ঘটনা বন্ধ হবে না।
স্থানীয় সমাজকর্মী ও শিক্ষক প্রতিনিধি কামরুল নাহার বলেন, “এই ধরনের অপরাধীরা সমাজের জন্য কলঙ্ক। তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্যকর করতে হবে।”