সারাদেশ

গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গড়তে হবে -পঞ্চগড়ে সিপিবি নেতা প্রিন্স

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গড়তে হবে। নির্বাচনের সময় জামানতের টাকা খরচের পরিমাণ বাড়িয়ে দিয়ে নির্বাচনকে আবার বড় লোকের খেলায় পরিনত করা হবে মন্তব্য করেছেন সিপিবির সাধারন সম্পাদক প্রিন্স।
৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অতীতের শাসক গোষ্ঠী ফেল করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারও পাস করতে পারেনি বলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি( সিপিবি)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স
এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ তৈরি এবং সকলের ভোটে দাঁড়ানো ও ভোট দেওয়ার সমধিকারের নিশ্চয়তা ছাড়া অবাধ, সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না। কিন্তু আমরা ক্ষোভের সাথে লক্ষ্য করছি নির্বাচন কমিশন আরপিও সংশোধনের নামে নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে জামানতের টাকার পরিমাণ বাড়িয়েছে, খরচের পরিমাণও বাড়ানো হয়েছে। এছাড়া আরো নিয়ম কানুন করা হচ্ছে যা সবার ভোটে দাঁড়ানোর সময় সুযোগ নিশ্চিত করবে না। আরপিও সংশোধনীর জন্য রাজনৈতিক দল এবং অন্যান্যদের সাথে কথা বলার প্রয়োজন পর্যন্ত তারা মনে করলো না। এ অবস্থা চলতে থাকলে নির্বাচন কমিশনের কাজও প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে। নির্বাচনকে আবার বড় লোকের খেলায় পরিনত করা হবে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্খা ছিল গণতন্ত্র ও বৈষম্য মুক্তির। অনেকে কাগজে-কলমে লিখে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। বৈষম্য মুক্তির নিয়ত কোন আলোচনাই হলো না। দেশের সাধারণ মানুষের জীবন জীবিকা এক উৎকণ্ঠের মধ্য দিয়ে চলছে। মব সন্ত্রাস, আর জোর যার মুল্লুক তার সেই ভাবেই চলছে। দুর্নীতি চাঁদাবাজি দখলদারিত্ব থেমে নেই। গণ অভ্যুত্থানের সুযোগ নিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী এবং দেশবিরোধী দেশী- বিদেশি অপশক্তি নানা অপতৎপরতা চালাচ্ছে ।
তিনি বলেন, ঐকমত্যের অনেক বিষয়ে আলোচনা করলেও বৈষম্য নিরসন, কর্মসংস্থান তৈরি, শ্রমিকের ন্যূনতম মজুরী,কৃষক ক্ষেতমজুর এর সমস্যা নিয়ে আলোচনা হয়নি। দেশ স্বাধীন হওয়ার ৫৪ বছরেও মানুষের মুক্তি আসেনি। সব মানুষের মর্যাদা নিশ্চিত করা যায়নি। গণতন্ত্র সম্প্রদায়িক বৈষম্য মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা যায়নি। অতীতের শাসকগোষ্ঠী যেমন ‘ফেল’ করেছে। আর অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা ছিল অনেক বেশি কিন্তু এর পাস এ করতে পারছে না। বরং অপ্রয়োজনীয় বিষয়ে হাত দিয়ে নতুন নতুন সংকট তৈরি করছে।
তিনি বলেন,সকলের বসবাসযোগ্য এবং মানুষের মর্যাদা নিশ্চিত করার দেশ গড়তে ব্যবস্থা বদল করতে হবে। এজন্য নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক শক্তির প্রগতিশীল শক্তির পতাকা তলে দেশবাসীকে সমবেত হতে হবে।
এরআগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য রালী অডিটোরিয়াম চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সিপিবি পঞ্চগড় জেলা সভাপতি খন্দকার চামেলি আক্তারের  সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম খান, সাবেক অধ্যক্ষ শফিকুল  ইসলাম।
বার্ষিক রিপোর্ট ও প্রতিবেদন পেশ করেন
জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,