উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে খেলাধুলার সামগ্রী চেয়ে এবি পার্টির স্মারকলিপি

স্টাফ রিপোর্টার – মেহেদী হাসান শিপলু – চৌগাছা (যশোর)
খেলার মাঠে ফিরছে প্রাণ!
উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে খেলাধুলার সামগ্রী চেয়ে এবি পার্টির স্মারকলিপি
০৫ সেপ্টেম্বর, ২০২৫ শুক্রবার
মাদক বিরোধী তরুণ সমাজ গড়তে সীমান্তবর্তী উপজেলা চৌগাছা ও ঝিকরগাছার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিকট বিশেষ তহবিল বরাদ্দ সহ তিন দফা দাবীতে উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ। এসময় তিনি উপদেষ্টাকে বলেন,
যশোরের চৌগাছা ও ঝিকরগাছার মত সীমান্তবর্তী উপজেলাগুলো বাংলাদেশে মাদক পাচারের প্রবেশদ্বার। তরুণদের মধ্যে মাদকের বিরুদ্ধে সচেতন বৃদ্ধি করতে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার মাধ্যমে মাদকবিরোধী প্রজন্ম গড়ার জন্য সীমান্তবর্তী উপজেলায় বিশেষ বরাদ্দের দাবী জানান । এসময় দুইটি উপজেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ( স্কুল, মাদ্রাসা, কলেজ, এতিমখানা, ক্লাব ) জন্য ২০ হাজার টাকার খেলাধূলা সামগ্রী বাবদ ৯০ লক্ষ টাকা বরাদ্দ করা সহ খেলাধুলা সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখা এবং তৃতীয় দাবী হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে খেলাধূলা সামগ্রী উৎপাদন ও বন্টনের মাধ্যমে দেশীয় উদ্যোক্তা ও তরুণদেরকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার দাবী জানান । পাশাপাশি চৌগাছা ও ঝিকরগাছাতে দুইটি স্টেডিয়াম নির্মাণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন ।