পঞ্চগড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ঈদে মিলাদুন্নবী পালিত

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
পঞ্চগড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে।
৬ সেপ্টেম্বর শনিবার সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে বের হয়ে জালাসী এলাকায় গিয়ে শেষ হয়।
পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদের খতিব ও পঞ্চগড়ের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আ ন ম আব্দুল করিমের নেতৃত্বে র্যালীতে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র ও পঞ্চগড় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম।
র্যালীটি পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সীরাতুন্নবী (সাঃ) উদযাপন কমিটি, পঞ্চগড় খান বাহাদুর মোখলেছুর রহমান দারুছুন্নাত আলিম মাদরাসা, আল মুফিদ ফাউন্ডেশন পঞ্চগড় জেলা শাখা, আহলে সুন্নাত ওয়াল জামায়াত , দারাছ উদ্দিন হাফিজিয়া ও কওমি মাদরাসা, দাওয়াতে ইসলামী বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা, শেকেরহাট ইসলামী যুব কল্যাণ পরিষদ র্যালীর আয়োজন করে।
র্যালীতে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন। র্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান মেহমান হিসেবে থেকে বক্তব্য দেন পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদের খতিব ও পঞ্চগড়ের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আ ন ম আব্দুল করিম। তিনি বলেন, আজ ১২ রবিউল আউয়াল। হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্মদিন। আজকের এইদিনে তিনি জম্মগ্রহন করেন। হযরত মোহাম্মদ (সাঃ) এর জম্ম বার্ষিকী উপলক্ষে কুরআন হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করেন।
আজকের এদিনটি প্রতি বছরই পালন করা হয়। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলার মসজিদ, মাদরাসায় মিলাদ, দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।