সারাদেশ

কর্ণফুলীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলী আব্বাসের নেতৃত্বে আনন্দ র‍্যালি

কর্ণফুলী প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের কর্ণফুলীতে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাসের নেতৃত্বে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মইজ্জ্যারটেক থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্রসিং রিভারভিউ কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড হাতে আনন্দ র‍্যালিতে অংশ নেন। এর আগে উপজেলার পাঁচ ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে মইজ্জ্যারটেকে এসে মিলিত হয়।
আনন্দ র‍্যালিতে অংশগ্রহণ করার জন্য দলীয় নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলার বিএনপির সদস্য মোঃ ইসমাইল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক গিয়াসউদ্দিন ফারুকী ফয়সাল, সাবেক যুগ্ন সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, আব্দুর রাজ্জাক, এস এম রশিদ লাল গোলাফ, আব্দুর রহমান সওদাগর, মির্জা বাহার, আলী মুন্সী সাবেক চেয়ারম্যান এম মঈন উদ্দিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,