সারাদেশ

চিলমারীতে মাদক কারবারি গ্রেফতার

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে “বিশেষ অভিযান চালিয়ে রিপন সরকার” (৩৫) নামের,
পলাতক এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন পুলিশ বাহিনী। বৃহস্পতিবার বিকালে
উপজেলার সরকারবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রিপন সরকার ঐ
এলাকার বকুল সরকারের ছেলে বলে জানা গেছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৃহস্পতিবার বিকালে গোপন
সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছ। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃত রিপন সরকার কে আজ (শুক্রবার) দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে’ বলে জানান তিনি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,