সারাদেশ

ঈদে মিলাদুন্নবী (সাঃ): ফান্দাউক দরবারে ঐতিহাসিক র‍্যালি, মুখরিত হাজারো মুসল্লি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ফান্দাউক দরবারের উদ্যোগে রহমতে আলম মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর পবিত্র জন্মদিন ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী ও বরকতময় বিশাল র‍্যালির।
দরবার শরীফের পীর ও বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনীর তত্ত্বাবধানে, পীরজাদা মুফতী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনীর নেতৃত্বে র‍্যালিটি শুক্রবার জুমার নামাজের পর শুরু হয়ে ফান্দাউক বাজার ও আশপাশের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে দরবার প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ র‍্যালিতে আশপাশের গ্রাম-অঞ্চল থেকে হাজারো আশেকান, মুরিদ, আলেম-উলামা, তরুণ সমাজ ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। হাতে লেখা ব্যানার, পতাকা ও ক্যালিগ্রাফি পুরো আয়োজনকে করে তোলে অনন্য। সমবেত কণ্ঠে নবীজীর শানে ধ্বনিত স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ফান্দাউকের আকাশ-বাতাস।
পীর সাহেব তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন—
“এই র‍্যালি কোনো আনুষ্ঠানিকতা নয়; বরং নবীজীর প্রেম, আদর্শ ও অনুসরণের এক নিঃশব্দ অঙ্গীকার। রাসূলুল্লাহ (সাঃ) আমাদের আদর্শ, তাঁর চরিত্র ও সুন্নাহই আমাদের পথনির্দেশক। এমন আয়োজনে আমরা নবীর প্রেমে উদ্বুদ্ধ হই, ঈমানের রং গাঢ় হয়।”
র‍্যালি শেষে দরবার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল, মিলাদ শরীফ ও বিশেষ মুনাজাত। এতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং নবীর উম্মত হিসেবে তাঁর আদর্শ জীবনে বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শুক্রবার দিবাগত রাতব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দেশবরেণ্য উলামায়ে কেরাম নবীজীর মিলাদ ও সীরাত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,