পাইকগাছায় অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ; আগুনে পুড়িয়ে বিনষ্ট
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় উলুবুনিয়া বদ্ধ নদীতে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লতা ইউনিয়নের উলুবুনিয়া বদ্ধ নদীতে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। অভিযানে প্রায় ১২ টা চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত সব জাল নদীর পাড়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, সরকার মৎস্য সম্পদ রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহারের কারণে জলাশয়ের মাছ নিধন হয়ে প্রাকৃতিক পরিবেশ ও মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এ ধরনের অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে আরও উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ কর্মকর্তা তরিকুল ইসলাম ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার সহ থানা পুলিশের সদস্য বৃন্দ। তারা জানান, স্থানীয় জেলেদের সচেতন করার পাশাপাশি অবৈধ জাল ব্যবহার বন্ধে মৎস্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
স্থানীয় এলাকাবাসী মৎস্য বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান চালু থাকলে অবৈধ জাল ব্যবহার বন্ধ হবে এবং নদী-নালা ও জলাশয়ে মাছের প্রজনন স্বাভাবিক থাকবে। এতে একদিকে যেমন মৎস্য সম্পদ রক্ষা পাবে, অন্যদিকে জেলেদের জীবিকায়ও ইতিবাচক প্রভাব পড়বে।





