সারাদেশ

কর্ণফুলীর স্যানিটারি ইন্সপেক্টরকে মনোয়ারা বেগমকে বদলি, নতুন দায়িত্বে  মাজেদা বেগম 

কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগমকে দীর্ঘ ৫ বছর পর স্ট্যান্ড রিলিজে বদলি করে সিভিল সার্জন কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
একই আদেশে কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (স্যানিটারি) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়  মাজেদা বেগমকে । তিনি এর আগে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।
আদেশে আরও বলা হয়েছে, স্বাস্থ্য সহকারি মনোয়ারা বেগম যিনি নিজ বেতনে মেডিকেল টেকনোলজিস্ট (স্যানিটারি) সিভিল সার্জন কার্যালয়ে সংযুক্ত হয়ে সপ্তাহের প্রতিদিন (সরকারি ছুটি ব্যতিত) নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।
জারীকৃত আদেশ জনস্বার্থে করা হলো এবং আদেশ জারীর ৩ কর্মদিবসের মধ্যে আবশ্যিকভাবে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বা সংযুক্তিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৪র্থ দিবস হতে সরাসরি অব্যাহতি প্রাপ্ত হয়েছেন বলে গণ্য হবেন।
এই বদলি আদেশের অনুলিপি পাঠানো হয় চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), চন্দনাইশ ও কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন, প্রশাসনিক কর্মকর্তা ও সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারীর কাছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,