সারাদেশ

চিরিরবন্দরে ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ ২৬ দফা দাবি, কর্মবিরতি ও মহাসড়ক অবরোধ

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুর চিরিরবন্দরে ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ২৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি ও মহাসড়ক অবরোধ করেছে। এতে পঞ্চগড়- রংপুর-ঢাকা মহাসড়কে ৩ ঘন্টা অবরোধে শত শত যানবাহন আটকে পড়ায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছে।
গতকাল ৮ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ৭ টায় কর্মচারিরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে। সকাল ১০ টা ৪০ মিনিটে সেনাবাহিনী, উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা, থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন, দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান ও সেনাবাহিনীর যৌথ হস্তক্ষেপে ও আশাসে শ্রমিকরা মহাসড়কে অবরোধ তুলে নিলে ৩ ঘন্টা পর রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকরা বলেন, আমরা ট্রিলিয়ন গোল্ডের কর্মকর্তাসহ কর্মচারিরা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধি, পুরাতন শ্রমিক ছাটাই বন্ধ, বেপজার নিয়মে চলা, ওভারটাইম ৩ ঘন্টার বেশি না করা, বহিস্কৃত শ্রমিকদের পুনর্বহাল করা, নতুন শ্রমিকদের ১০ হাজার ৫০০ টাকা দেয়াসহ ২৬ দফা দাবি আদায়ে আলোচনা চালিয়ে আসছিলাম। কতৃপক্ষ কোন কর্ণপাত করছিল না। বাধ্য হয়েই সমাধানের জন্য আমরা কঠোর আন্দোলনে নেমেছি।
ট্রিলিয়ন গোল্ড কতৃপক্ষ জানান, আলোচনা সাপেক্ষে শ্রমিকদের সকল দাবি মেনে নেয়া হয়েছে। লিখিত বক্তব্য আগামী কাল প্রদান করা হবে। সার্বিক শান্তি-শৃঙ্খলা বিবেচনায় কারখানা উৎপাদন কার্যক্রম আগামী দুই দিন ৯ ও ১০ তারিখ বন্ধ ঘোষণা করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,