লালমনিরহাট পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

লুৎফর রহমান,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় বেলাল হোসেন ( ৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বেলাল হোসেন উপজেলার বেংকান্দা এলাকার জব্বার মিয়ার ছেলে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে উপজেলার পৌর এলাকার সরেও বাজার এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৭টার দিকে বেলাল হোসেন মোটরসাইকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের সরকারেরহাট বাজারে যাচ্ছিলেন।
এ সময় মীর্জারকোট সরেঅ বাজারে এলে বুড়িমারী থেকে আসা একটি ট্রাক মহাসড়কে বেলালের
মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বেলাল মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন। পরে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়।
সরেও বাজার এলাকার বাসিন্দা হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মকবুল হোসেন সড়ক দুর্ঘটনায় বেলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে স্থানীয় জনতা।