সারাদেশ

বিয়ে বাড়ী থেকে কনে রেখে প্রেমিকা নিয়ে পালালো বর

মানিকগঞ্জ প্রতিনিধি
মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলার ফুকুরহা‌টি মা‌ঝিপাড়া গ্রা‌মে বি‌য়ের অনুষ্ঠা‌ন আ‌য়োজ‌নের সকল প্রস্তু‌তি সম্পূর্ণ এমন সময় যে মে‌য়ে‌কে বি‌য়ে কর‌তে যা‌বে তা‌কে রে‌খে অন‌্য মে‌য়ে নি‌য়ে পা‌লি‌য়ে গে‌ছে বর।
অন‌্য মেয়ে নি‌য়ে পা‌লি‌য়ে যাওয়ার খব‌রে অসুস্থ‌্য হ‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছে বরের পিতা।
র‌বিবার (১৫ ডি‌সেম্বর) দুপু‌রে স‌রেজ‌মি‌নে ফুকুরহা‌টি মা‌ঝিপাড়া গ্রা‌মে আজাহার ব‌্যাপারীর বা‌ড়িতে গি‌য়ে দেখা যায়, বা‌ড়ির উঠানজু‌ড়ে বি‌য়ের অনুষ্ঠা‌নের প‌্যা‌ন্ডেল, বানা‌নো হ‌য়ে‌ছে বর ক‌নে বসার স্টেজ, বড় বড় পা‌তিল, চেয়ার টে‌বিল উঠান জুড়ে সাজা‌নো। কিন্তু যা‌কে ঘি‌রে এ‌তো আ‌য়োজন আজাহার ব‌্যাপা‌রীর পুত্র জিয়া পারিবারিক ভাবে বিয়ে ঠিক হওয়া মে‌য়ে‌কে বি‌য়ে না ক‌রে অন‌্য মে‌য়ে‌কে নি‌য়ে পা‌লি‌য়ে গে‌ছে।
জিয়ার ছোট বোন সোনীয়া জানায়, র‌বিবার তার ভাইয়ের বি‌য়ে কর‌তে যাওয়ার কথা ছিল উপ‌জেলার কা‌কিলাবা‌ড়ি এলাকায়। শ‌নিবার দুপু‌রে বা‌ড়ি থে‌কে পা‌রিবা‌রিক ভাবে যে মে‌য়ে‌র সা‌থে বি‌য়ে ঠিক হ‌য়ে‌ছে তা‌দের বা‌ড়ি‌তে গি‌য়ে গা‌য়ে হলুদের অনুষ্ঠানও করা হ‌য়ে‌ছে কিন্তু তার ভাই পা‌শের গ্রা‌মের আ‌রেক মে‌য়ে নি‌য়ে চ‌লে গে‌ছে, এ খব‌রে তার বাবা‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।
ফুকুরহা‌টি মা‌ঝিপাড়া গ্রা‌মের মো: লাভলু মিয়া জানায়, ব‌রের প‌রিবার থে‌কে এলাকার ৫ শতা‌ধিক মানুষ‌কে বি‌য়ের বৌ ভা‌তের দাওয়াত দেওয়া হ‌য়ে‌ছে। শনিবার বি‌কে‌লে মে‌য়ের বা‌ড়ি‌তে গা‌য়ে হলু‌দের অনুষ্ঠা‌নে গি‌য়ে‌ছিল ব‌রের বা‌ড়ির লোকজন। র‌বিবার বরযাত্রী নি‌য়ে বি‌য়ে কর‌তে যাওয়ার কথা কিন্তু তার আ‌গে পা‌শের গ্রা‌মের অন‌্য মে‌য়ে‌কে নি‌য়ে পা‌লি‌য়ে গে‌ছে বর।
ফুকুরহা‌টি ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জান‌ায়,  যে মে‌য়ের সা‌থে বি‌য়ে ঠিক হ‌য়ে‌ছিল তা‌কে বিয়ে না ক‌রে অন‌্য মে‌য়ে নি‌য়ে পা‌লি‌য়ে গে‌ছে বর এ বিষ‌য়‌টি তি‌নি শু‌নে‌ছেন। যে মে‌য়ে‌কে আজ বি‌য়ে করার কথা ছিল তা‌দের প‌রিবা‌রের লোকজন তার কা‌ছে এসে বিষয়‌টি জা‌নি‌য়ে‌ছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং