সারাদেশ

ছাতকে আইনশৃঙ্খলায় বিপ্লব; ইউএনও তরিকুলের ২০০ কার্যদিবসে ২৪০ মামলা, দ্বিগুণ রাজস্ব আয়

মোঃ তাজিদুল ইসলাম:
ছাতক উপজেলায় অপরাধ দমনে নতুন ইতিহাস গড়ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। দায়িত্ব গ্রহণের মাত্র ২০০ কার্যদিবসেই তিনি দায়ের করেছেন ২৪০টি মামলা। যা উপজেলাবাসীর কাছে বিরল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। মাদক, ইজারা বহির্ভূত বালু উত্তোলন, পরিবেশ আইন, ভোক্তা অধিকার ও সড়ক পরিবহন আইন ভঙ্গের বিরুদ্ধে প্রতিদিনই চলছে বিশেষ অভিযান।

ইউএনও’র দুঃসাহসী নেতৃত্বে গত কয়েক মাসেই দায়ের হয়েছে ৭২টি মাদক মামলা। ইতোমধ্যে আদালতের রায়ে সমসংখ্যক অপরাধী সাজা ভোগ করেছে। এতে স্থানীয় মাদক সিন্ডিকেট কার্যত দিশেহারা হয়ে পড়েছে।

ইজারা বহির্ভূত নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধেও চলছে নিয়মিত অভিযান। এ পর্যন্ত দায়ের হয়েছে ১৫টি মামলা। অভিযানে জব্দ করা হয়েছে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ড্রেজার, বাল্কহেড, স্টিল নৌকা ও ৫০ হাজার ঘনফুট বালু।

অপরাধ দমনের পাশাপাশি রাজস্ব আদায়েও এসেছে ইতিবাচক পরিবর্তন। ইউএনও’র কার্যকর পদক্ষেপে ইতোমধ্যে ছাতক পৌরসভায় রাজস্ব আয় বেড়েছে দ্বিগুণ। একই সঙ্গে বাজার মনিটরিং ও সরকারি সম্পদ রক্ষায়ও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তিনি।

মাদক ও বালু-পাথর সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকায় তিনি অপরাধীদের জন্য আতঙ্কে পরিণত হয়েছেন। তবে সাধারণ মানুষের কাছে এখন তিনি প্রশংসিত ও আস্থার প্রতীক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, “যত বাধাই আসুক, আমি সরকারি সম্পদ রক্ষা করব। ইজারা বহির্ভূত নদী থেকে অবৈধ বালু উত্তোলন করতে দেব না। মাদকসহ সব অপরাধের বিরুদ্ধেই ছাতক উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,