সারাদেশ

গাইবান্ধায় উদ্বোধন হলো মুক্তমঞ্চ মানববন্ধন

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
‘প্রকৃতির ছোঁয়ায় নগর হোক প্রাণবন্ত, সবুজ পরিবেশে গড়ে উঠুক মানবতার বন্ধন-‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা পৌর শহরের শুভ উদ্বোধন হলো বহু প্রত্যাশী ঘাঘট পাড়ের মুক্তমঞ্চ মানববন্ধন।
১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ আনুষ্ঠানিক ভাবে এ মুক্ত মঞ্চ মানববন্ধনের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আব্দুল করিম সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা জামায়াতের সেক্রেটারি জহুরুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহামিদুর রহমান দিবস, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সায়হাম আলী, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত মুক্তমঞ্চ মানব বন্ধন উদ্বোধন শেষে সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,