সারাদেশ

শাহজাদপুরে র‌্যাব-১২ এর অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সেলিম রেজাকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত আসামি মোঃ সেলিম রেজা শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের ওয়াজ আলীরং ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১২ সালের ২৩ আগস্ট শাহজাদপুর থানায় মোঃ ওসমান গণীর দায়ের করা একটি হত্যা মামলায় আসামি মোঃ সেলিম রেজাকে গ্রেফতার করা হয়। মামলাটি ছিল শাহজাদপুর থানার মামলা নং-২২, ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪ পেনাল কোড। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ২৭ আগস্ট ২০২৫ সালে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত নং-০২ মামলার রায় ঘোষণা করেন। আদালত আসামি মোঃ সেলিম রেজাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
রায়ের পর থেকেই আসামি আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে র‌্যাব-১২ এর গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়। এরই ধারাবাহিকতায় গত ১২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,