সারাদেশ

সদরপুরে এমপি প্রার্থীর ইলিশ মাছ বিতরণ নিয়ে হুলস্থুল কান্ড জনরোষ থেকে বাঁচতে পালিয়ে রক্ষা সদরপুরে এমপি প্রার্থীর ইলিশ মাছ বিতরণ নিয়ে হুলস্থুল কান্ড জনরোষ থেকে বাঁচতে পালিয়ে রক্ষা 

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় স্বতন্ত্র এম,পি প্রার্থীর গরীব অসহায়দের মাঝে ইলিশ মাছ বিতরন নিয়ে হুলস্থুল কান্ডের ঘটনা ঘটেছে। অবশেষে জনরোষ থেকে বাঁচতে পালিয়ে রক্ষা পেয়েছেন ফরিদপুর -৪ আসন থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় বিশ্ব জাকের মঞ্জিল সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে উপস্থিত কয়েক হাজার জনগনের মাঝে ফরিদপুর -৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি রায়হান জামিল ১০ টাকা কেজি দামে ইলিশ মাছ দিতে আসেন। মাছ নিতে আসা হাজার হাজার জনগনের চাপ সইতে না পেরে অবশেষে পালিয়ে নিজেকে রক্ষা করেন।
ইলিশ মাছ নিতে আসা ভুক্তভুগীদের  সাথে কথা বলে জানা যায়, গত তিনদিন আগে উপজেলার আনাচে কানাচে হাটে বাজারে মাইকিং করে জানানো হয় যে গরীব অসহায়দের মাঝে ১০ টাকা কেজি দামে ইলিশ মাছ বিতরন করা হবে৷ যেহেতু ইলিশ মাছের দাম বেশী স্বাদেও লোভনীয় তাই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকহাজার নারী পুরুষ ভোররাত থেকেই বিশ্ব জাকের মঞ্জিল সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে উপস্থিত হন। বেলা  সাড়ে ১১ টার সময় মাত্র ৪ মন ইলিশ মাছ নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুফতি রায়হান জামিল উপস্থিত হয়ে মাছ বিতরন করতে গেলে  উৎসুক জনতা একযোগে ইলিশ মাছ নিতে হামলে পরে ফলে কয়েক মিনিটের মধ্যেই মাছ শেষ হয়ে যায়। ফলে কয়েক হাজার জনতা মাছের জন্য হাহাকার করতে থাকে।অবস্থা বেগতিক দেখে স্বতন্ত্র প্রার্থী মুফতি রায়হান জামিল জনরোষ থেকে বাচতে মাইক্রোবাস নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন৷ চলে যাওয়ার সময় স্থানীয়  উত্তেজিত জনগন তাকে উপজেলার ভাষানচর ইউনিয়ন পরিষদের সামনে  আটক করে। পরে পুলিশ জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মুফতি রায়হান জামিলের সাথে কথা হলে তিনি জানান, আমি ৪ মন অর্থাৎ প্রায় ৬০০ পিছ ইলিশ মাছ নিয়ে আসি, কিন্ত উপস্থিত কয়েকহাজার জনগনের মাঝে এই অল্প মাছ বিতরন করতে গিয়ে  হামলার শিকার হই। মুহুর্তের মধ্যে মাছ লুট হয়ে যায়। পরে জনরোষ থেকে বাচতে দ্রুত ঘটনা স্থল ত্যাগ করি।আগামীতে সুনির্দিস্ট পরিকল্পনা ছাড়া এমন কর্মকান্ড থেকে নিজেকে বিরত রাখবেন বলে জানান তিনি।
বিশ্ব জাকের মঞ্জিল সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন আমাদের বিদ্যালয়ে এতবড় আয়োজন সম্পুর্কে আমাকে আগে থেকে লিখিত ভাবে অবগত করা হয় নাই, সকাল ১০ টার দিকে দেখি কয়েক হাজার সাধারন নারী পুরুষ স্কুলের মাঠে উপস্থিত৷ আমি অবস্থা বেগতিক দেখে দ্রুত ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদরপুর থানার অফিসার ইনচার্জকে জানাই৷ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে৷

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,