চৌগাছা প্রশাসনের মহান বিজয় দিবসে শ্রদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি

মেহেদী হাসান শিপলু – স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। আজ সোমবার সকাল সাড়ে ৬ টায় উপজেলা প্রশাসনের পক্ষে মুক্তিনগর শহীদ স্মরণী শিক্ষা নিকেতনের যুদ্ধখ্যাত রনাঙ্গণের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, থানার নবাগত অফিসার ইনচার্জ পায়েল হোসেনসহ সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পর্যায়ক্রমে চৌগাছা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা ছাত্রদল, উপজেলা আনসার ভিডিপি, চৌগাছা পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতি, মুক্তিনগর মাধ্যমিক বিদ্যালয়, জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্রেসক্লাব চৌগাছা, রিপোর্টার্স ক্লাব, কবি আহম্মদ আলী সাহিত্যরত্ন প্রাথমিক বিদ্যালয়, শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়, মাস্টার সোলাইমান হোসেন লাইব্রেরীসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পন করেন।
এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি তদন্ত কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুঃ আহসানুল মিজান রুমী, প্রাণি সম্পদ কর্মকর্তা আনোয়ারুল করিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইফনুচ আলী, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপজেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি রহিদুল ইসলাম খান, চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান হাসিব, প্রধান শিক্ষক আব্দুল হালিম, পৌরসভার সহকারী প্রকৌশলী রুহুল আমিন, প্রেসক্লাব চৌগাছার আহবায়ক কমিটির সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু, যুগ্ম আহবায়ক টিপু সুলতান ও মঈনউদ্দীন, সদস্য ইমাম হোসেন সাগর, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংবাদিক কবিরুল ইসলাম, মেহেদী হাসান শিপলু প্রমূখ।
পুস্পমাল্য অর্পণ শেষে বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনায় অংশ গ্রহন করেন নেতৃবৃন্দ। আলোচনা শেষে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শিক্ষক মোঃ আব্দুস শাকুর। অনুষ্ঠান পরিচালন করেন শিক্ষক হারুণ-অর- রশিদ।
সকাল সাড়ে ৭টায় মশিউরনগর স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষে পুস্পমাল্য অর্পণ করা হয়। পর্যায়ক্রমে চৌগাছা থানা, উপজেলা বিএনপি, উপজেলা ছাত্রদল, বাসদ, মশিউরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রেসক্লাব চৌগাছা, রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহাসহ সরকারী কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।