সারাদেশ

বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

আলফাজ মামুন নুরী

কক্সবাজার প্রতিনিধি

সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ, সভাপতি ছরওয়ার আলম, সম্পাদক মঈন উদ্দিন ও সহ-সভাপতি আবদুল মজিদ নির্বাচিত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সমবায় সমিতি হিসেবে পরিচিত এ প্রতিষ্ঠানের নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। সমিতির মোট ভোটার সংখ্যা ১ হাজার ৪৯০ জন। এর মধ্যে ১ হাজার ৩৭১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল ৪টার পর ভোটগণনা শুরু হয়ে রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব ছরওয়ার আলম সিকদার ১ হাজার ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মঈন উদ্দিন ৫০৯ ভোট পেয়ে জয়লাভ করেন। সহ-সভাপতি পদে আবদুল মজিদ ৫২০ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন— হাজী জাফর আলম (৮০১ ভোট), সাদ্দাম হোসেন (৭৮৭), জিয়া উদ্দিন (৬২২), শওকত ওসমান (৫৪১), মোহাম্মদ নূরুল কাইছার (৫৪১), শাহাব উদ্দিন শাকিল (৫২১), আবুল হাসনাত মোহাম্মদ পারভেজ (৪৭১), মোহাম্মদ কুতুব উদ্দিন সুমন (৪৬৬) ও মোহাম্মদ বেলাল উদ্দিন (৪৫২)।

ভোটারদের অনেকে জানান, এবারের নির্বাচন ঐতিহাসিক নির্বাচন হিসেবে বিবেচিত হবে। শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে ভোট অনুষ্ঠিত হওয়ায় সাধারণ ভোটাররা সন্তুষ্টি প্রকাশ করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, “নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে ছিল। আল্লাহর অশেষ রহমতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

তিনি জানান, এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন এবং চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার পুলিশের বিশেষ টিম নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেন।

নির্বাচন পরিচালনায় উপজেলা সমবায় অফিসার রমিজ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আলমগীর মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,