শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীতে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী প্রতিনিধি:-
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সারাদেশের মতো পটুয়াখালী ও বরগুনা জেলাজুড়েও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে প্রতিদিন জেলার বিভিন্ন পূজা মণ্ডপে পরিদর্শন কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট, টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। উৎসব শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।
এর অংশ হিসেবে সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ পটুয়াখালী সদরের শ্রীশ্রী মদনমোহন জিউর মন্দির, আখড়াবাড়ি ও পুরান বাজার পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি পূজা মণ্ডপ কমিটির প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ বলেন,
“শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আমরা জেলার পূজা মণ্ডপগুলোতে নিয়মিত টহল, চেকপোস্ট ও গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছি। পূজা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে র্যাব সর্বদা প্রস্তুত। আমাদের লক্ষ্য হলো সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে আনন্দমুখর পরিবেশে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন।”
র্যাব কর্মকর্তারা আরও জানান, পূজা উপলক্ষে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন র্যাব সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে, যাতে সর্বত্র শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।