চট্টগ্রাম ওয়াসার খোঁড়াখুঁড়ি, বাড়ছে জনদূর্ভোগ

আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
চট্টগ্রাম ওয়াসা স্যুয়ারেস অর্থাৎ পয়ঃনিষ্কাশন অর্থাৎ মানুষের মল পাইপের মাধ্যমে নগরীর বাহিরে নিয়ে যাওয়ার জন্য ২০২২ সালে প্রকল্পের কাজ শুরু করে। সরকার পরিবর্তনের পর কাজের ধীর গতির কারনে চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ রাস্তা খোঁড়াখুঁড়ি করার ফলে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নগরীর আগ্রাবাদ, কমার্স কলেজ রোড়, মোগলটুলী, মতিয়ারপোল, কদমতলী, শেখ মুজিব রোড় থেকে বন্দর অভিমুখী ইপিজেড, সল্টঘোলা ক্রসিংসহ সংলগ্ন গলি – উপগলি এবং আবাসিক এলাকার রাস্তাগুলো যেন যুদ্ধবিধ্বস্ত দেশের মত। পয়ঃনিষ্কাশন প্রকল্পের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি করে চট্টগ্রাম ওয়াসা সময়মত পাইপ স্থাপনের কাজ সম্পাদন না করাই বৃহত্তর নগরবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে অফিসগামী মানুষ ও স্কুলের শিশু শিক্ষার্থীরাসহ সাধারণ মানুষ প্রতিদিন দূর্ঘটনার স্বীকার হচ্ছেন। এর ফলে চট্টগ্রাম ওয়াসার প্রতি মানুষের ক্ষোভ বাড়ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে জনদূর্ভোগের জন্য চট্টগ্রাম ওয়াসাকে দোষারোপ করা হলেও জনগণের দূর্ভোগ লাগবে চট্টগ্রামের কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষ এই ব্যাপারে মুখ খুলছে না।