সারাদেশ

ভূঞাপুরে মিষ্টির দোকান গুলোতে  ১লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা 

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে বিএসটিআই এর অভিযানে ১০টি মিষ্টির দোকানে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভূঞাপুর বাজারে মিষ্টির দোকান গুলোতে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন। এতে বিএসটিআই এর প্রতিনিধি ও থানার এসআই রুবেল সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার  মিষ্টির দোকান গুলোতে দীর্ঘদিন যাবত ওজনে কম দেয়া ও মূল্য তালিকায় অসংগতি সহ বিভিন্ন ধরণের অভিযোগ ছিল। পরে আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসন, বিএসটিআই ও পুলিশের যৌথ অভিযানে ১০ টি মিষ্টির দোকান মালিককে নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,