লিটন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি পরিবারের

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের কোনাগাঁও (বৃন্দাবনপুর) গ্রামের লিটন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহত লিটনের পরিবার।
গত ৯ আগষ্ট কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের কোনাগাঁও (বৃন্দাবনপুর) গ্রামে ধান ক্ষেত থেকে লিটনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
গত ১১ সেপ্টেম্বর লিটনের বাবা সাত্তার মিয়া অজ্ঞাতনামা আসামী করে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে লিটন হত্যার দায় স্বীকার করে একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোকাদ্দুস মিয়া কমলগঞ্জ থানায় আত্মসমর্পণ করেন। মোকাদ্দুস মিয়া আত্মসমর্পণ করার পর মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) মৌলভীবাজারের কাছে হস্তান্তর করে কমলগঞ্জ থানা পুলিশ।
গত ১৫ সেপ্টেম্বর ভোরে মৌলভীবাজার পিবিআই অফিসের হাজতখানায় গলায় লুঙ্গি পেচিয়ে আত্মহত্যা করে লিটন হত্যা মামলার আসামি মোকাদ্দুস মিয়া।
লিটন হত্যা মামলায় মোকাদ্দুস ছাড়াও শামিম মিয়া নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পিবিআই।
নিহত লিটনের পরিবার এবং পিতা সাত্তার মিয়া বলেন, আমার ছেলে হত্যার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছেন প্রশাসন, সেই জন্য প্রশাসন কে ধন্যবাদ জানাই। প্রশাসনের উপর আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে এবং আমরা আশা করছি তারা তাদের স্থান থেকে কাজ করে যাচ্ছেন। আমরা প্রশাসনের নিকট কৃতজ্ঞতার সাথে দাবী জানাচ্ছি আমার ছেলে লিটন হত্যার সাথে যে বা যারা জড়িত রয়েছে সবাইকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এবং তাদের কে এমন শাস্তি দেওয়া হোক যা দেখে এমন অপরাধ করতে আর কেউ যেন সাহস না পায়।
মৌলভীবাজার পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার মো. জাফর হোসাইন বলেন, ইতিমধ্যে আমরা এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছি এবং আসামী শামিম মিয়াকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি এই হত্যাকান্ডের সাথে আরও ৬/৭ জন জড়িত রয়েছে। এই হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।