নাগরপুর দপ্তিয়রে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

শহিদুল ইসলাম (নাগরপুর) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছিটকীবাড়ী, মাইঝাইল ও কামুটিয়া গ্রামবাসীর উদ্যোগে যমুনার শাখা নদী কালিগঙ্গার ভয়াবহ ভাঙন রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, কালিগঙ্গা নদীর ভয়াবহ ভাঙনে প্রতিবছর ফসলি জমি, বসতবাড়ি, রাস্তা-ঘাট ও নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যেই ছিটকীবাড়ী, মাইঝাইল ও কামুটিয়া গ্রামের বহু পরিবার ভিটেমাটি হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, বহু বছর ধরে এই ভাঙন চলমান থাকলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া এই ভয়াবহ পরিস্থিতি থেকে মানুষকে রক্ষা করা সম্ভব নয়।
স্থানীয়দের আশঙ্কা, অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আগামী কয়েক বছরের মধ্যেই ছিটকীবাড়ী, মাইঝাইল ও কামুটিয়া গ্রাম সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এতে হাজারো মানুষ গৃহহীন হওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সরকারি স্থাপনাও মারাত্মক ক্ষতির মুখে পড়বে।
মানববন্ধনে বক্তারা পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত টেকসই বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ সহায়তা প্রদানের জোর দাবি জানান।