সারাদেশ

পি আর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে বালিয়াডাঙ্গীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোঃমনিরুজ্জামান অনিকঃ বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৪ টায় বালিয়াডাঙ্গী  উপজেলা জামায়াতে ইসলামীর অফিস কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বালিয়াডাঙ্গী চৌরাস্তার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার চত্বরে  এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক আমির ও  ঠাকুরগাঁও দুই আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, সেক্রেটারি শরিফুল ইসলাম,যুব বিভাগের উপজেলা সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম শ্রমিক কল্যাণ বিভাগের উপজেলা সভাপতি মাওলানা হায়দার আলী ও সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ খলিলুর রহমান,জামায়াত নেতা আইয়ুব আলী সহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত কর, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,