জয়পুরহাটে সিতো-রিউ কারাতে দো বেল্ট পরীক্ষা প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে সিতো-রিউ অভ্যন্তরীণ কারাতে দো বেল্ট পরীক্ষা প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী সদর উপজেলা পরিষদ হলরুমে কিং কুইন জিম অ্যান্ড কারাতে একাডেমীর আয়োজনে এ প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশ নেয়।
প্রতিযোগীতা শেষে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহা. হাসিবুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সামস্ মতিন ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খিজির হায়াত প্রমুখ।
এ ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে মাদক ও ডিজিটাল ডিভাইস থেকে দূরে রেখে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে তুলবে বলে জানান বক্তারা।
এ সময় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ.স.ম তিতাস মোস্তফার সভাপতিত্বে কিং কুইন জিম অ্যান্ড কারাতে একাডেমীর পরিচালক আমানুল্লাহ আমানের সার্বিক তত্ত্বাবধানে
বাংলাদেশ সিতো-রিউ কারাতে দো এসোসিয়েশনের রেফারি বকুল হোসেন প্রধান প্রশিক্ষক এবং সহকারী প্রশিক্ষক হিসেবে ইফ্ফাত জেরিন ও মরিয়ম বেগম মেমী প্রতিযোগিতা পরিচালনা করেন।
দিনব্যাপী বেল্ট পরীক্ষা ও প্রতিযোগীতা শেষে সন্ধায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।