গাজীপুর থেকে পটুয়াখালীর চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী প্রতিনিধিঃ- পটুয়াখালীর বাউফলে চাঞ্চল্যকর হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক প্রধান আসামি গোবিন্দ ঘরামী (৩৫) অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছে। র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-১, সিপিএসসি, গাজীপুরের একটি বিশেষ দল যৌথভাবে অভিযান চালিয়ে সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানার মৌলাইদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত গোবিন্দ ঘরামী পটুয়াখালীর বাউফল উপজেলার গোসিংগা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম রঙ্গেশ্বর ঘরামী।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।
র্যাব জানায়, বাদী ও আসামিপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত ২১ মার্চ ২০২৫ সালে আসামিরা বেআইনিভাবে মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বাড়িতে প্রবেশ করে। এসময় তারা এলোপাতাড়ি কুপিয়ে বাদীর স্বামী মো. শাহ আলম রাঢ়ীকে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
পরে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম মারা গেলে তার স্ত্রী বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে বাউফল থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গোবিন্দ ঘরামীকে গাজীপুর থেকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারের পর আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।