সারাদেশ

চৌগাছায় দুর্গা উৎসব পরিদর্শনে সিনিয়র সচিব নাসিমুল গনি শেলী

স্টাফ রিপোর্টার – মেহেদী হাসান শিপলু

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং চৌগাছার কৃতিসন্তান নাসিমুল গনি শেলী গত শারদীয় দুর্গাপূজা উৎসবের মহানবমীর দিনে তাঁর জন্মস্থানের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এই সফরের মাধ্যমে তিনি নিজ এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।

বিকেলে তিনি প্রথমে চৌগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের বিশ্বাসবাড়ি সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে যান। সেখানে তাকে স্বাগত জানান উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়াসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন ফ্রন্ট ও পরিষদের নেতারা।

পূজামণ্ডপ ঘুরে দেখার পর সমবেত দর্শনার্থীদের উদ্দেশে সিনিয়র সচিব বলেন, “চৌগাছা আমার জন্মভূমি। হাজারো ব্যস্ততার মাঝেও মন সব সময় নিজ এলাকার দিকে ছুটে আসে। নাড়ির টানে যখনই সময় পাই, আমি এখানে ফিরে আসি।”

তিনি হিন্দু-মুসলিম সম্প্রীতির এক উজ্জ্বল চিত্র তুলে ধরে বলেন, “আজকের শারদীয় উৎসবে মুসলিম ভাইদের সরব উপস্থিতি দেখেছি। তারা হিন্দুদের সুখ-দুঃখের সাথী হয়ে উঠেছে। ঠিক তেমনিভাবে হিন্দুদেরও মুসলিমদের ঈদ উৎসবে দেখা যায়। সারা দেশে এবারের শারদীয় উৎসব সকলের আন্তরিকতায় অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। আমরা হিন্দু-মুসলিম ভাই ভাই—এভাবেই সারা জীবন থাকতে চাই।”

এই সময় তার সঙ্গে ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসমিন জাহান, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এবং রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে কাছে পেয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষজন অত্যন্ত আনন্দিত হন। তারা তাকে ফুলের শুভেচ্ছা জানান এবং শারদীয় উৎসবের অন্যতম খাবার, নারিকেলের নাড়ু দিয়ে আপ্যায়ন করেন।

পরে সিনিয়র সচিব নাসিমুল গনি শেলী পৌর এলাকার ৬নং ওয়ার্ডের কালিতলার কালিমন্দির পরিদর্শন করেন। সেখানে মন্দিরের দায়িত্বপ্রাপ্ত হিন্দু নেতারা তাকে অভ্যর্থনা জানান। সকলের সঙ্গে কুশল বিনিময় শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে চৌগাছা ত্যাগ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,