সারাদেশ

কর্ণফুলীতে ইছানগর যুব সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি চিকিৎসা সেবা

কর্ণফুলী প্রতিনিধি :
কর্ণফুলীর চরপাথরঘাটায় গরীব ও অসহায় মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
গত বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চরপাথরঘাটা ইছানগর গ্রামে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
সামাজিক সংগঠন ইছানগর যুব সংঘের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়। চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু তাহের প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ জাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সবুর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মাহামুদুর হক সুমন, নারী সদস্য জেসমিন আক্তার মায়া। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন, উপদেষ্টা আজিম আলী বাদল, মোহাম্মদ সাবের আহম্মদ প্রমুখ।
আয়োজন প্রসঙ্গে সহ-সভাপতি মোহাম্মদ জাহিদ হাসান বলেন, “সারা বছরই আমাদের সংগঠন নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকে। এ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করেছি।”
চিকিৎসা কার্যক্রম শেষে অতিথিদের নিয়ে কেক কেটে ইছানগর যুব সংঘের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,