সারাদেশ

নওগাঁয় হঠাৎ ঝড়ে ঘরবাড়ি-দোকানপাট লণ্ডভণ্ড, কৃষকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলা, মহাদেবপুর ও সদর উপজেলাসহ বেশ কিছু এলাকার উপর দিয়ে প্রবল বেগে ঝড় বয়ে গেছে। এতে লণ্ডভণ্ড হয়েছে ওই এলাকার বেশকিছু ঘরবাড়ি-দোকানপাট ও গাছপালা। এ সময় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেল চারটার দিক থেকে শুরু হয় ঝড়ের এই তাণ্ডব।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল চারটার পর পরই আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় প্রবল বেগে ঝড়, সঙ্গে মেঘের গর্জন। এর কিছুক্ষণ পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। অসময়ে হঠাৎ এমন ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড হয় ঘরবাড়ি-দোকানপাট ও গাছপালা। বিশেষ করে পত্নীতলা উপজেলার মাতাজী, ভাবিচা মোড়, কাঁটাবাড়ি, মহাদেবপুর উপজেলার বিলশিকারী, দেওয়ানপুর ও সদর উপজেলা হাসাইগাড়ী এলাকায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। বৈদ্যুতিক পিলার উপরে পড়ায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকটি এলাকা।
এদিকে, ঝড়ের সময় সদর উপজেলার হাসাইগাড়ী বিল এলাকায় বজ্রাঘাতে মফিজ উদ্দিন নামে কৃষকের মৃত্যু হয়েছে। বিকেলে তিনি বিল এলাকার নিজস্ব জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,