সারাদেশ

জয়পুরহাটে ইসলামী গানের রিয়ালিটি শো’র বাছাই পর্ব শুরু

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
‘সুস্থ সংস্কৃতির শুভ্র আলোয়, দুর হয়ে যাক আধার কালো’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে সর্ববৃহৎ ইসলামী গানের রিয়ালিটি শো ‘কন্ঠে তোল সুর সিজন-১’ এর স্কুল পর্যায় বাছাই পর্ব শুরু হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দিনব্যাপী শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জয়পুরহাট উদ্ভাবন সাহিত্য সাংস্কৃতিক সংসদের আয়োজনে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়।
প্রতিযোগীয় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক প্রতিযোগীর মধ্যে ১২০ জনকে মুল পর্বের জন্য বাছাই করা হয়। বাছাই করা প্রতিযোগিদের নিয়ে আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে মুল প্রতিযোগিতা। ২৫ অক্টোবর ক ও খ বিভাগে সেরা ২০ জনকে দেওয়া হবে পুরস্কার।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা চেয়ারম্যান তারেক হোসেন, ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, পরিচালক তানভীর ইসলাম, সহকারী পরিচালক রাকিব হোসেন ও সহকারী ব্যবস্থাপক মুকাররম হোসেন শিহাব।
জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ক্ষুদে প্রতিভাবান খুজে বের করা ও তাদের পরবর্তীতে প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য এমন আয়োজন বলে আয়োজকরা জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,