সারাদেশ

লালমনিরহাটে ১৪৯ বোতল ফেনসিডিলসহ আটক ২

লুৎফর রহমান, লালমনিরহাট জেলা  প্রতিনিধি ঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় ১৪৯ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) ১২টার দিকে উপজেলার বড়খাতা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, আদিতমারী উপজেলার মদনপুর এলাকার স্বপন ইসলাম (১৯) এবং পীরগাছা উপজেলার আরজি চালানিয়া এলাকার সাইফুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, পাটগ্রাম থেকে একটি পাথরবোঝাই ট্রাকে করে মাদকদ্রব্য হাতীবান্ধার দিকে আনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বড়খাতা রেলগেট এলাকায় একটি ট্রাকে (রেজি: নং ঢাকা মেট্রো-ট-১৪-৮৮৬৮) তল্লাশি চালানো হয়। এ সময় ১৪৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এবং দুইজনকে আটক করা হয়। এ সময় ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ হোসেন বলেন, অভিযানে মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করা হয়। ট্রাকটিও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,