কমলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
আমি কন্যাশিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকার দিকে কমলগঞ্জ উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখনচন্দ্র সুত্রধর এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভুঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমুখ।