সারাদেশ

চিলমারীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে, র্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  “আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, চিলমারীতে
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ই অক্টোবর) সকাল ১১ টায় দিকে উপজেলা সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপত্বিতে “জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি অফিসার শাহানাজ পারভীন, ওয়ার্ল্ড কনসার্ন এর প্রজেক্ট ম্যানেজার রাজ কুমার মন্ডল, শিশু সুরক্ষা অফিসার পিংকি মিনজী, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নারী সদস্য ও শিশু শিক্ষার্থীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রাকের অফিসার সেল‌্প অর্চনা রায়। এ সময় ব্যক্তারা বলেন, একটা সময় ছিল যখন কন্যা শিশুর চেয়ে, পুত্র শিশুকে বেশি করে চাইত, তাদের পিতা ও মাতারা। কন্যা শিশু জন্মগ্রহণ করলে, পিতা ও মাতার বেশি খুশি হত না। কন্যা শিশুর চেয়ে পুত্র শিশুকে পরিবারে বেশি করে গুরুত্ব দেয়া হত। কন্যা শিশুদের নিরাপদ, সুরক্ষিত ও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটি স্তরে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। তারা আরও বলেন, কন্যা শিশুর অধিকার ও সম্ভাবনা বিকাশে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যা ও শিশুদের প্রতি বৈষম্য দূর করে তাদের সমান সুযোগ নিশ্চিত করার মধ্য দিয়েই একটি সমৃদ্ধ জাতি গঠন করা সম্ভব বলে জানান তারা। আলোচনা সভা শেষে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৪জন স্বপ্নসার্থীর হাতে সার্টিফিকেট, মগ ও ফুল তুলে দেয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,